এ পর্যন্ত কোপা আমেরিকা চ্যাম্পিয়ন কারা হয়েছে?

আসসালামু আলাইকুম।

দক্ষিণ আমেরিকার সবচেয়ে পুরনো টুর্নামেন্ট হল কোপা আমেরিকা।যা সর্বপ্রথম ১৯১৬ সালে অনুষ্ঠিত হয়েছিল।এই টুর্নামেন্টটি কনমেবল ধারা পরিচালিত হয়ে থাকে। কনমেবল (Conmebol) হল দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন, যা দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ধারা পরিচালনা করা হয়ে থাকে। কনমেবল পূর্ণনাম হল: Confederación Sudamericana de Fútbol

Source: Conmebol

কোপা আমেরিকাতে মূলত দক্ষিণ আমেরিকার জাতীয় ফুটবল দলের মধ্যে প্রতিযোগিতা হয়ে থাকে। প্রথম দিকে মাত্র ৪টি দেশ নিয়ে শুরু হলেও বর্তমানে ১২টি দেশ বা দল অংশগ্রহণ করে থাকে। আজকে আমরা জানবো এ পর্যন্ত কোপা আমেরিকা তে কোন কোন দল চ্যাম্পিয়ন হয়েছে। তো চলুন আর কথা না বলে শুরু করা যাক।

কোপা আমেরিকার এ পর্যন্ত চ্যাম্পিয়ন দলগুলো কারা:

  1. উরুগুয়ে: কোপা আমেরিকার ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে সফল দল হিসেবে উরুগুয়ে পরিচিত। তারা এ পর্যন্ত প্রায় ১৫ বার শিরোপা জিতেছে। তাদের শিরোপা জয় একের পর এক সফলতা নিয়ে আসে। বিশেষ করে ১৯১৬, ১৯৫৯, ১৯৬৭ এবং ২০১১ সালের জয়গুলো উল্লেখযোগ্য।
  2. ব্রাজিল: কোপা আমেরিকায় ব্রাজিল অনেক সফল একটি দল। তারা এ পর্যন্ত ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে। কোপা আমেরিকাতে তারা যে আধিপত্য দেখিয়েছে, তা আসলেই অসাধারণ। ১৯১৯, ১৯২২, ১৯৩৫, ১৯৭৫, ১৯৯৭, ১৯৯৯, ২০০৪, ২০০৭ এবং ২০১৯ সালে তারা এ পর্যন্ত ৯ বার চ্যাম্পিয়ন এর খেতাব নিজেদের নামে লিখে নিয়েছেন। ব্রাজিল দলের ফুটবল খেলায় দক্ষতা এবং আক্রমণাত্মক খেলার জন্য বিশ্বজুড়ে অধিক পরিচিত।
  3. আর্জেন্টিনা: আর্জেন্টিনা ও কোপা আমেরিকার সফল দলগুলোর মধ্যে একটি। আর্জেন্টিনা এ পর্যন্ত কোপা আমেরিকার ইতিহাসে ১৫ বার শিরোপা জিতে নিয়েছে। ফুটবল খেলা মানেই আর্জেন্টিনা, আর্জেন্টিনা দল চিনেনা এরকম লোক খুঁজে পাওয়া যাবেনা। ১৯২১, ১৯৪৫, ১৯৭৫, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৩, ২০১৫ এবং ২০২১ সালের কোপা আমেরিকার জয়গুলো উল্লেখযোগ্য।

প্রতিটা দলের কোপা আমেরিকাতে জেতার অনেক কৌশল এবং কাহিনী রয়েছে। একটি ম্যাচ জেতার জন্য কৌশল গুরুত্বপূর্ণ। যেমন উরুগুয়ের ১৯৫৯ সালের জয় তাদের কৌশলের কারনেই সম্ভব হয়েছে এবং এটি অনেক স্মরণীয়। আর দীর্ঘ অপেক্ষার পর ২০২১ সালে আর্জেন্টিনা কোপা আমেরিকায় জয়লাভ করেছিল।

Source: Conmebol

কোপা আমেরিকার জয় লাভ করার জন্য বিভিন্ন দেশের দলগুলি প্রস্তুতি নিয়ে কাজ করছে। নতুন নতুন সব খেলোয়াড়, কৌশল এবং প্রতিযোগিতামূলক প্রস্তুতি মাধ্যমে ভবির্ষতে সফলতা লাভ করার জন্য কাজ করে যাচ্ছে। দক্ষিণ আমেরিকার ফুটবল ইতিহাসের অন্যতম অংশ হল কোপা আমেরিকা। ভবির্ষতে কে চ্যাম্পিয়ন হবে কোপা আমেরিকায় টা দেখার জন্য বিশ্ব অপেক্ষায় রয়েছে।

আজকের মত এই পর্যন্তই। অনেক কষ্ট করে পোস্ট লিখে থাকি, পোস্টটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।

Leave a Comment