স্পোর্ট ক্লাইমিং কম্বাইন্ড কি? জেনে নিন Olympic Games Paris 2024 সম্পর্কে!

আসসালামু আলাইকুম।

আজকে আমি আপনাদের সামনে নতুন এক ধরনের topic নিয়ে হাজির হলাম। এই বিষয় এ আগে তেমন কোনো পোস্ট করা হয়নি এই ব্লগ ওয়েবসাইট এ। আজকের আলোচনার বিষয় টা হলো স্পোর্ট ক্লাইমিং কম্বাইন্ড (Sport Climbing Combined)। Paris Olympic 2024 এ নতুন ইভেন্ট হিসেবে Sport Climbing Combined নাম দেওয়া হয়েছে। এটি একটি প্রতিযোগিতামূলক স্পোর্টস ক্লাইম্বিং ইভেন্ট। স্পোর্ট ক্লাইমিং এমন একটি খেলা যা মূলত শারীরিক এবং মানসিক শক্তি পরীক্ষা করা হয়ে থাকে।

Sport Climbing Combined এটি প্রথাগত ক্লাইমিংয়ের তুলনায় ভিন্ন এবং এটি বিভিন্ন ধরনের challenge এবং টেকনিক নিয়ে আসে। এটা একদম নতুন এক ধরনের খেলা, যা স্পোর্ট ইতিহাসে নতুন একটি মাত্রা যোগ করেছে।

স্পোর্ট ক্লাইমিং কম্বাইন্ড কি?

স্পোর্ট ক্লাইমিং কম্বাইন্ড হল একটি প্রতিযোগিতার ফর্ম, যা ৩ ধরনের খেলা একত্রিত করে থাকে। এই খেলার মধ্যে রয়েছে বুল্ডারিং, স্পিড ক্লাইমিং এবং লিড ক্লাইমিং। প্রতিযোগীরা এই ৩ ধরনের খেলায় অংশগ্রহণ করে থাকে এবং তাদের পারফরম্যান্সের এর ভিত্তিতে বিজয়ী নির্বাচিত হয়ে থাকে। চলুন এখন আমরা জেনে নেই এই ৩ ধরনের খেলার ধরন বা নিয়ম গুলো কি কি?

বুল্ডারিং (Bouldering)

Bouldering হল এমন একটি ক্লাইম্বিং ফর্ম যেখানে প্রতিযোগীরা একটি ছোট কিন্তু চ্যালেঞ্জিং পথে চরেন যা প্রায়ই ৪-৫ মিটার উচ্চতার হয়ে থাকে। এই খেলায় কোনরকম এর হেলমেট বা safety ব্যাবহার করা হয়না। এখানে প্রতিযোগীদের নিজেদের skill এবং টেকনিক ব্যাবহার করে পথ complete করতে হয়। এখানে প্রতিযোগীদের রিস্ক এ থাকতে হয়। যার কারণে খেলা টা দেখার জন্য সবাই আগ্রহী হয়ে থাকে।

স্পিড ক্লাইমিং (Speed Climbing)

Speed climbing হল এমন একটি খেলা, যেখানে প্রতিযোগীদের নির্দিষ্ট উচ্চতায় খুব দ্রুত উঠতে হয়। এখানে মেইন বিষয় তা হল দ্রুততা। এই ইভেন্ট এ প্রতিযোগীদের খুবই দ্রুত এবং সঠিকভাবে তাদের টার্গেট fillup করতে হয়। যে সবচেয়ে বেশি দ্রুত উঠতে পারে, সেই এই ইভেন্ট এ বিজয়ী হয়ে থাকে।

লিড ক্লাইমিং (Lead Climbing)

Lead climbing হল এমন একটি খেলা যেখানে প্রতিযোগীরা একটি উঁচু দেয়ালে উঠতে হয়। একটি বিশেষ পথ ধরে উঁচুতে উঠতে হয়। দেয়ালের মধ্যে কিছু কিছু জায়গায় দড়ি দিয়ে আটকে রাখা হয় যেনো প্রতিযোগীরা পড়ে না যায়। সাথে একটি হার্নেস দেয়া থাকে যদি কোনো কারণে দড়ি স্লিপ করে প্রতিযোগীকে ধরে রাখবে। প্রতিযোগী কতটা উঁচুতে উঠতে পারে এবং দক্ষতার সাথে উঠতে পারে সেই অনুযায়ী score দেওয়া হয়ে থাকে। Lead climbing এ মূল লক্ষ্য হচ্ছে যতটা সম্ভব উঁচুতে ওঠা এবং নিরাপদে পুরো পথটি পার করা।

স্পোর্ট ক্লাইমিং কম্বাইন্ড একটি উত্তেজনাপূর্ণ এবং চ্যালেঞ্জিং খেলা যা প্রতিযোগীদের নতুন অভিজ্ঞতা এবং সুযোগ দিয়ে থাকে। আসা করি আপনাদের এই বিষয়ে বুঝাতে পেরেছি। পোস্টটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।

Leave a Comment